কালিয়াকৈরে দুই ওষুধ কারখানার শ্রমিকদের অবরোধে মহাসড়কে যানজট; সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ও স্কয়ার ফার্মাসিউটিক্যালের শ্রমিকরা বেতন বৃদ্ধি, চাকুরি স্থায়ীকরণসহ ২১ দফা দাবিতে কর্মবিরতিসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শনিবার সকাল ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা ।
এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালের শ্রমিকরা বলেন অবিলম্বে এইচ আর ডি,এজিএম সুরজিৎ মুখার্জি এবং প্রোডাকশন সিনিয়র ম্যানেজার দিপালক কর্মকার, সিনিয়র ম্যানেজার জাহিদুর রহমান, শামীম আক্তার এইচ আর ডি, রুহুল আমিন এইচ কেভি ইনচার্জকে পদত্যাগ, বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনে কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরিচ্যুত করা যাবে না। এই মর্মে তার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রদান করতে হবে যদি পরবর্তী সময়ে কোন কর্মীকে কোন প্রকার হয়রানি কিংবা চাকরি জনিত কোন আইন মূলক কিছু করা হয় তাহলে তার ফলস্বরূপ যা কিছু ঘটবে তা সম্পূর্ণ দায়ভার স্কয়ার ফার্মাসিটিক্যাল পিএলসি কর্তৃপক্ষ গ্রহণ করতে হবে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিজিবি মাঠে নামে। তাদের হস্তক্ষেপে প্রায় সাড়ে চার ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।