আগৈলঝাড়া উপজেলার পক্ষ থেকে ফেনীর সোনাগাজী উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলা থেকে ত্রাণ নিয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ট্রাকে করে ত্রান নিয়ে রওনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন।
পরে বৃহস্পতিবার সকালে ফেনী জেলার সোনগাজী উপজেলার বন্যার্তদের মাঝে বিভিন্ন এলাকায় ছয়শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল, ঔষধ, পানি, শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, আগৈলঝাড়া ইমামদের পক্ষে আসাদুজ্জামান নূর, শিক্ষার্থীদের পক্ষে জালাল হোসেন, নাজমুল ইসলাম জনি ও মাহবুব হোসেনসহ অন্যানরা।