রাজবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

রাজবাড়ী প্রতিনিধি:

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন নাশকতা ও গায়েবী মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী ও জেলা যুবদলের সিনিয়র
সহসভাপতি এবং জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিপীড়নমূলক মামলা পরিচালনাকারী আইনজীবী নেকবর হোসেন মনির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিথ্যা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া, জেল জুলুম হুলিয়া নিতে হবে তুলিয়া, ঘেরাও ঘেরাও ঘেরাও হবে এসপি অফিস ঘেরাও হবে নেতাকর্মীদের এমন ¯েøাগানে ¯েøাগানে
মূখর হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ।

এসময় বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বলেন, রাজবাড়ীতে ২০২২-২৩ ও ২৪ সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের নামে যতগুলো নিপীড়নমূলত রাজনৈতিক স্বার্থে গায়েবি ও মিথ্যা মামলা হয়েছে। এই মামলাগুলো দ্রুত ফাইনাল পুলিশ তদন্ত
রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ দাবি করলে পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার আশ্বাস দেন। এ আশ^াসের ভিত্তিতে আজ চলে গেলেও দ্রæত সমাধান না পেলে আমরা লাগাতার কর্মসূচির ডাক দেবো।

এসময় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বিভিন্ন সময়ে হওয়া বিএনপি নেতাকর্মীদের নামে মামলার একটি তালিকা নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলার বিষয়ে দ্রুত সমাধানের বিষয়ে আশ^স্ত করেন আন্দোলনরত নেতাকর্মীদের। পুলিশ সুপারের আশ্বাসের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নেকবর হোসেন মনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার ৩৬ দিনের লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আবু সাইদ, মুগ্ধর
মতো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীন বাংলায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেওয়া কোন মামলা মোকাদ্দমা থাকবে না। এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার জন্যে যারা আবার পুনরায় ষড়যন্ত্র করছে তাদের প্রতি একটা ম্যাসেজ দেওয়ার জন্য আজকে আমরা এসপি অফিস ঘেরাও করেছিলাম। ইতিপূর্বে আমরা রাজবাড়ীতে গায়েবী মামলার একটি তালিকা পুলিশ সুপারের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু তিনি অজ্ঞাত ও অদৃশ্য শক্তির কারণে এখনো আমাদের এই সমস্ত নিপীড়নমূলক গায়েবী মামলার এফার্টি দেন নাই। আমরা স্বাধীন বাংলাদেশে আর কোনো অজুহাত শুনতে চাই না। আমরা সাত দিনের সময় দিয়েছি যদি তিনি এই সাত দিনের মধ্যে রাজবাড়ীতে তদন্তাধীন পাঁচটি থানার সকল নিপীড়নমূলক গায়েবী মামলা প্রত্যাহার না করেন তাহলে আমরা আবার পুনরায় এসপি অফিস ঘেরাওসহ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, কেউ মিথ্যা মামলায় হয়রানি হোক সেটা পুলিশ চায় না। তদন্ত সাপেক্ষে নির্দোষ ব্যক্তিরা অবশ্যই মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে মুক্তি পাবেন। আগামী এক
সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দাখিল করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও * রাজবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার
সর্বশেষ সংবাদ