প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

 সুন্দরগঞ্জ, গাইবান্ধা:
অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অবস্থা কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থীরা।  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে অবস্থা নিয়েছে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবস্থানকে সমাগত জানিয়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার সকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আবেদের রিজাইন চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে সামিল হন সহকারী শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ, মানববন্ধন চলাকালে স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সরকার হাশেমুজ্জামান। বক্তব্যে বক্তারা আশরাফুল আলম আবেদের অনিয়ম, দূর্নীতির চিত্র তুলে ধরেন, ফেসিবাদি আওয়ামীলীগ সরকারের ক্ষমতা প্রয়োগ করে ২ কোটি টাকা নিয়োগ বানিজ্য করে গাইবান্ধা জেলা সহরে তিনতলা ফ্লাইট নির্মাণ করছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুজ্জামান রাশেদ জানান, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর কিন্তু সেই শিক্ষক যখন দূর্নীতিবাজ তখন সেই প্রতিষ্ঠানে কি আশা করা যায়! আমরা বিনা শর্তে তার পদত্যাগের দাবি জানাই। সেই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ তরিকুল ইসলাম জানান , অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত আপডেট পেতে দ্বিতীয় সংখ্যায় চোখ রাখুন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রধান শিক্ষকের পদত্যাগ
সর্বশেষ সংবাদ