বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে রাজবাড়ীতে দোয়া মাহফিল

 

রাজবাড়ী প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ
সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাজবাড়ী পৌর শহর ৬নং ওয়ার্ড যুবদলের আয়োজনে পুলিশ লাইন বটতলা এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা
ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান আনাস খাঁন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোনোয়ার হোসেন মিন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এ্যাডঃ শাহরিয়ার জামান রাজিব, জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী মিজানুর রহমান সুজন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর যুব দলের সদস্য সদস্য সচিব গোলাম মহিউদ্দিন মোহাম্মদ গিটার, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসান, রিয়াজ, রিফাত, ৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সাদ্দাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক লাল মিয়া, রুবেল মৌলিক, সাবু মিয়া, মোঃ সেলিম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আহতদের স্মরণে রাজবাড়ীতে দোয়া মাহফিল * বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন