মাদারীপুরের শিবচরে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শিবচরের পাঁচ্চর ইউনিয়নে ২০১৮সালের ২৬ মার্চ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা স্বাধীনতা দিবস উদযাপন করে ফেরার পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্বরচিত হামলা চালিয়ে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মুন্সী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লাসহ ছয়টি অধিক মোটরসাইকেল ভাঙচুর করে ও বিএনপির ২৫জন নেতাকর্মীকে গুরতর আহত করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিৎকিৎসা প্রদানে বাধা প্রদান করে আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ ও তার সহযোগিত সংগঠনের নেতারা। পরবর্তীতে আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান স্বজনরা। এঘটনায় থানায় মামলা করতে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধার সৃষ্টি করে সেই সময় মামলা করতে পারেনি ছাত্রদল পক্ষ থেকে।
তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন প্রতিবাদ করতে না পারলেও, শেখ হাসিনার পতনের পর বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতারা এ ঘটনায় ফুসে উঠেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(২৯ আগষ্ট) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোতালেব বেপারী, শিবচর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, পাচ্চর ইউনিয়ন যুবদলের সভাপতি ওসমান বেপারী, যুবদল নেতা সাইদুর রহমান সুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাব উদ্দিন শিহাব, যুবদল নেতা সামসুল বেপারী, সভাপতি পাঁচ্চর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শফিক সরকার, মাদারীপুর জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ইমরান হোসেন, শিবচর উপজেলা শ্রমিক দল যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাসির হাওলাদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, বলেন ২০১৮সালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক ছাত্রদল,বিএনপি নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে অতিদ্রুত মামলা দায়ের করে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনে অনুরোধ জানান বর্তমান সরকারের প্রতি।