কাপ্তাইয়ে দোয়েল টিভি সপ্তম বর্ষপূর্তিতে, কেক কাটা ও সভা অনুষ্ঠিত

‘সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে (অনলাইন)দোয়েল টিভি। বাংলাদেশের জনপ্রিয় টিভি অনলাইন  চ্যানেল দোয়েল টিভি  সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে  রাঙ্গামাটি কাপ্তাইয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১ টা রূপসী কাপ্তাই রেস্টুরেন্টে (অনলাইন)  দোয়েল টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
(অনলাইন)দোয়েল টিভি সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন
 সভাপতিত্বে এবং দোয়েল টিভির উপদেষ্টা
কাপ্তাই সাবেক উপজেলা পরিষদে চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন বক্তব্য রাখেন।
এ-সময় তিনি বক্তব্যে’র বলেন,(অনলাইন) দোয়েল  টিভি  সবার মন কেড়ে নিয়েছে কারণ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে (অনলাইন) দোয়েল টিভি এগিয়ে রয়েছে। নামের সাথে কাজেও যেন দেশে সব খবর (অনলাইন)  দোয়েল টিভি প্রচার করা হয়। জনদুর্ভোগ সমস্যাজনিত নিউজগুলো বেশি বেশি প্রচার করায় আমাদের পেশাগত কাজ করতে অনেক সুবিধা হয়।
আলোচনা সভায় আরও  বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,
চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সমাজ সেবক অজিত কুমার তংঞ্চগ্যা,একাত্তর  টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, দৈনিক ঢাকা প্রতিদিন কাপ্তাই প্রতিনিধি মোঃ মাসুম বাবুল,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলি, আব্দুল্লাহ আল ডালিম, ক্রীড়াবীদ আবদুল্লাহ আল মামুন অপু, লাইভ ব্লগার জয়নাল প্রমুখ।
এর আগে,করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন এই সাফল্য দুজন সাংবাদিক  কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলি খান,ওয়াগ্গা ইউপি সদস্য অমল দে,সহ বিশেষ সম্মাননা তুলে দেন অতিথি বৃন্দরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ