ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর উদ্যোগে শুকনো খাবার বিতরণ
বন্যা দুর্গত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর সদস্যরা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দুর্গম এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান বাসি ও পানিবন্দি মানুষের মাঝে কোমর সমান পানিতে নেমে, পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন “ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ”। প্রায় বেশ কয়েকটি ইউনিয়নে পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্যযে, সংগঠনটির চেয়ারম্যান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের সমাজসেবক আলহাজ্ব মজিবুল হক চৌধুরীর কনিষ্ঠ পুত্র। ইউএসএ প্রবাসী পরান চৌধুরীর দিক নির্দেশনায় নোয়াখালীসহ বাংলাদেশের বেশ কয়েকটি সমাজে হতদরিদ্র, দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে সুনামের সাথে কাজ করে আসছেন।
সংগঠনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রকলিন থেকে সংগঠনের চেয়ারম্যান পরান চৌধুরী নিজেই পরিচালনা করে আসছেন।