সৈয়দপুরে এসপিজিআরসি’র প্রতিষ্ঠাতা নাসিম খানের মৃত্যুবার্ষিকী পালন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে স্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির (এসপিজিআরসি) প্রতিষ্ঠাতা ও উর্দুভাষী জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা আলহাজ্ব নাসিম খানের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার বাদ এশা শহরের বাঁশবাড়ি টালি মসজিদ সংলগ্ন এসপিজিআরসি কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
এসপিজিআরসির সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রেয়াজ আকবর।
বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মোক্তার ও সদস্য মো. আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাসিম, সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন, স্থানীয়  আশরাফুল হক বাবু, পৌর ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আবিদ হোসেন লাড্ডানসহ সংগঠনটির সদস্যবৃন্দ। এর আগে বাঁশবাড়ি টালি মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সৈয়দপুরে এসপিজিআরসি’র প্রতিষ্ঠাতা নাসিম খান
সর্বশেষ সংবাদ