হাসিনা সরকারের ১৭ বছরের শাসন আমলে কোথাও কোন নির্বাচন ছিল না: সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
রাজবাড়ী প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সৈরশাসক শেখ হাসিনা সরকারের ১৭ বছরের শাসন আমলে এ দেশের কোথাও কোন নির্বাচন ছিল না, ক্ষমতার অপব্যবহার করে প্রত্যেকটা সেক্টরে সব অযোগ্য ও অথর্ব মানুষকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। যার ফলে দেশের প্রত্যেকটি সেক্টর আজ ধ্বংসের দিকে পতিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে রেলগেট শহীদ স্মৃতি চত্তরে রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের আয়োজনে তাদের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অটো বাইক চালকদের দাবির প্রেক্ষিতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, হাসিনার আমলে রাজবাড়ীতে যে নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, রাহাজানি চলেছে তার সব বন্ধ করা হয়েছে। পৌর পার্কিং চার্জের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা এক পয়সাও কাউকে দেবেন না, পুলিশের অত্যাচার চলবে না, আপনারাও তাদের কাউকে কোন প্রকারের টাকা পয়সা দেবেন না। তবে আপনারা নিয়মের মধ্যে গাড়ি চালাবেন, যেখানে সেখানে রাস্তার মধ্যে দাড়িয়ে থাকবেন না। আমাদের অনেক কাজ রিকশা ইউনিয়ন, অটো ইউনিয়ন, সড়ক ইউনিয়ন ও বাজার পরিষদসহ প্রত্যেকটি ইউনিয়নকে ঠিক করতে হবে।
তিনি বলেন, আমরা এখনো ক্ষমতায় আসিনি। একটু ধৈর্য্য ধরতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আমাদের উপর আস্থা রাখতে হবে, আপনারা আমার ভাই, আমার বন্ধু, ছোট বেলা থেকেই আমি রিকশাওয়ালা, ভাত শ্রমিক ও ক্ষেটে খাওয়া মানুষের সাথে বড় হয়েছি, এই শ্রমিকরাই আমার শক্তি , শ্রমিকরাই আমার সাহস, তারাই আমার আত্মীয়, তারাই আমার সন্তানের মত সুতরাং আপনাদের যাতে কেও কোন কষ্ট না দেয় সেটা আমি অবশ্যই স্মরণে রাখবো এবং আমি খৈয়ম বেঁচে থাকতে আপনাদের ওপর কোন প্রকার অত্যাচার, অনাচার আমি হতে দেব না।
তিনি আরও বলেন, আমরাও যেন নিয়মের মধ্যে থাকি, শান্তির মধ্যে থাকি, আমরা যেন কেও কোন বিশৃঙ্খলা না করি। আপনারা যারা শ্রমিক মালিক আছেন, আপনাদের সম্মান আছে, সম্মানের সাথে বুক উঁচু করে চলবেন, আমি আপনাদের ভাই, আপনাদের সাথেই আছি।
এসময় জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহজাহান সান্টু, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, কার্যকারী সভাপতি আঃ সালাম ব্যাপারী, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, কোষাধাক্ষ মোঃ রিপন মন্ডল প্রমুখ।
পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ফিতা কেটে জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের নতুন অফিসের উদ্বোধন করেন ।