কুমিল্লায় বন্যার্তদের সহায়তায় আশা’র ২০ লাখ টাকার খাদ্য সহায়তা

কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকার খাদ্য সহায়তা (ত্রাণ) দিয়েছে বেসরকারি সংস্থা আশা। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম, নাগলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তার দুই হাজার প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।
আশা’র জেলা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, উল্যেখিত উপজেলা গুলোতে বন্যায় কবলিত বানভাসিদের জন্য শংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুই হাজার প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে। এসব প্যাকেটে ১। চাল ৫ কেজি,
 আলু, মশুরি ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, পানি, খাবার স্যালাইন ও চিরা রয়েছে। তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় আশ‘র পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম পাঠানো হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় আশা’র ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত আছে।
এসময়, আশা’র সিনিয়র রিজওনাল ম্যানেজার শংকর গুহ, বুড়িচং সদর ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসাইন, ব্রাহ্মণপাড়া ব্রাঞ্চ ম্যানেজার ত্রিদিব রায়, চান্দলা ব্রাঞ্চ ম্যানেজার আবদুল মবিন, কোম্পানিগঞ্জ-১ ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহেল খান, কোম্পানিগঞ্জ-২ ব্রাঞ্চ ম্যানেজার মো. আবদুল হালিম, লোন অফিসার হারুন অর রশিদ, এবিএম ওহাব, এবিএম কামাল হোসেন, মো. শাহীন আলম, অন্তর দেবনাথ ও ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্যাপশন:- কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকার খাদ্য সহায়তা (ত্রাণ) দিয়েছে বেসরকারি সংস্থা আশা। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম, নাগলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তার দুই হাজার প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ