শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

ঝালকা‌ঠি‌তে ট্রাক ও মোটরসাইকেল মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠির নলছিটিতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকায় ঝালকাঠি বরিশাল সড়কে এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।
দূর্ঘটনায় মো. রিয়াজ তালুকদার  (২৪) নামে একজন নিহত ও তার বন্ধু পিয়াল (২৪) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভ‌র্তি আছেন।
স্থানীয়রা জানান, ১২ টার দিকে বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও তার আরোহী গুরুতর আহত হয়।
পরে ঘটনাস্থান থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ