শার্শায় ৮ মামলার আসামি নজরুলের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
যশোরের শার্শায় মাদক ব্যবসায়ী,মামলাবাজ ও ভূমিদস্যু,৮ মামলার আসামী নজরুলের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার কাজিরবেড় গ্রামে নজরুলের বাড়ির সামনে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী।
মানববন্ধনে এলাকার ভুক্তভোগীদের বক্তব্যে জানাযায় শার্শার কাজীরবেড়ের মৃত খোরশেদ আলীর ছেলে মাদকব্যবসায়ী,ভূমিদস্যু মামলাবাজ নজরুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ এলাকার ২০০শ সাধারণ পরিবার।স্থানীয় আওয়ামীলীগের দূনীর্তিবাজ ইউপি চেয়ারম্যানের কবির উদ্দিন তোতার প্রভাব খাটিয়ে ২০০ পরিবারের বিরুদ্ধে জমি দখল করাকে কেন্দ্র করে, ভুয়া কাগজ দাখিল করে ভূমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা দায়ের করে বছরের পর বছর হয়রানি করে আসছে। এ ছাড়া মাদক ব্যবসা,ব্যক্তিমালিকানা,সরকারি জমি দখল করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আওয়ামীলীগের এই স্বঘোষিত নেতা মামলাবাজ নজরুল।
প্রভাবশালী চেয়ারম্যানের আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করা বা তার বিরুদ্ধে কেউ কথা বললার ও সাহস পেতো না। যে তার বিরুদ্ধে কথা বলতো তাকে সে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে হয়রাণি করতো।নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মাদক মামলাসহ ৮ মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে এসব বিষয়ে কথা বলতে চাইলে ইন্জিনিয়ার মিজানুর রহমান ও রিয়াজুল ইসলাম নামের দুজন বলেন,নজরুল আওযামীলীগ করায় ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তার আত্নীয় হওয়ার কারণে সে ধরা কে সরাজ্ঞান মনে করতো। মাদক ব্যবসা,জমি দখল,মানুষের নামে মিথ্যা মামলা করা,তার পেশায় পরিনত হযেছিলো। বিগত ১৭ বছরে প্রায় ২০০ পরিবারের মানুষের রাতের ঘুম সে কেড়ে নিয়েছে।নজরুল ৮ মামলার আসামী হওয়া সত্বেও প্রসাষন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
সাধারণ জনগণকে হয়রানি ও তার এ সমস্ত অপরাধ মূলক কার্মকান্ডের আইননুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।