পুলিশবক্স পোড়ানো মামলায় জামায়াত-শিবিরের ১০৫ জনকে অব্যাহতি

জয়পুরহাট প্রতিনিধি:
 জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম শ্রেণীর আদালত পাঁচবিবি উপজেলার জামায়াত শিবিরের অভিযুক্ত ১০৫ জন নেতাকর্মীকে পুলিশবক্স পোড়ানো (জি আর, মামলা থেকে অব্যাহতি দিয়েছেন মামলা নম্বর ২১/১৪)৷
এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া ও বাগজানার এলাকার  চাম্পাতলী পুলিশবক্সে রাতের আঁধারে- দুর্বৃত্তরা  আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিমসহ জামায়াত ও শিবিরের ১০৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এই  মামলাটি চার্জ গঠনে প্রক্রিয়াধীন ছিল। আজ (২৭আগস্ট) উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নুরুল ইসলাম আসামিদের অব্যাহতি প্রদান করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পুলিশবক্স পোড়ানো মামলায় জামায়াত-শিবির * শিবিরের ১০৫ জনকে অব্যাহতি