নির্বাসিত সাংবাদিক অলি উল্লাহ নোমানকে মাধবপুরে সংবর্ধনা
হবিগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত আমার দেশের সাংবাদিক অলি উল্লাহ নোমান স্বদেশে ফেরার পর মাধবপুরে তাঁর নিজ উপজেলায় কর্মরত সাংবাদিকরা তাঁকে সংবর্ধনা দিয়েছেন। সোমবার বিকেলে তিনি মাধবপুর আসলে সাংবাদিকরা তাকে মাধবপুর প্রেসক্লাবে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দেন কর্মরত সাংবাদিকরা।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের ছাত্র জনতার রক্ত ও শহিদের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো ফ্যাসিবাদের দোসর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপামর ছাত্র জনতাকে আরো সোচ্চার থাকতে হবে। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবেনা। তিনি বলেন, বাংলাদেশে যাতে সঠিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয় সে লক্ষে কাজ করতে হবে। দেশে কোন ফ্যাসিবাদ সরকার আর কায়েম হবেনা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মহি উদ্দিন, সাবেক সভাপতি আলা উদ্দিন আল রনি, সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক জামাল আবু নাছের, রাজিব দেব রায়, মাহমুদুল হাসান রনি, সানাউল হক চৌধুরী শামীম, জুলহাসউদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ