মধ্যনগরে শিক্ষক’কে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে ছাত্রীদের মানববন্ধন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শরীফ উদ্দিন’কে মিথ্যা অভিযোগ এনে পদত্যাগ করানো হয়েছে।এইদাবীতে প্রতিষ্ঠানের সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাংশ ক্লাশ বর্জন করেন।
শিক্ষক শরীফ উদ্দীনের পদত্যাগ প্রত্যাহার ও অবিলম্বে শিক্ষককে প্রতিষ্ঠানে ফেরত চেয়ে মানববন্ধন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।এরপরপরেই মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন তারা। ২৭আগষ্ট বুধবার সকাল দশটার সময় বালিকা বিদ্যালয়ের সামনে,এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা চত্বরে অবস্থান শেষে উপজেলা নির্বাহীর নিকট স্মারক লিপি প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
স্মারক লিপি প্রদান কালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক, সংবাদ কর্মীদের উপস্তিতিতে মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও  নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা,মানববন্ধনকারী শিক্ষার্থীদের’কে আস্বস্থ্য করেন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।এবং শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠান সভাপতি। এসময় শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যেকোন ঝামেলা সৃষ্টি হবেনা বলে কথা রাখেন। মানবন্ধনে অংশনেয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে নেন প্রধান শিক্ষক মোঃনুরুল ইসলাম।
উল্লেখ্য গত ২২আগষ্ট শিক্ষক তিতাস মাহমুদ ও শরীফ উদ্দীনের মাঝে বাকবিতন্ডার ঘটে।এর জেরে ২৫আগষ্ট প্রধান শিক্ষকের সাথে শিক্ষার্থীদের আলাপচারিতা কালে মধ্যনগর বৈষম্য বিরোধীছাত্র নেতৃবৃন্ধ উপস্থিত হন।এরপর ইংরেজি শিক্ষক শরীফ উদ্দীন পদত্যাগ করেন।পাশাপাশি শিক্ষক শামীম আহমেদকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ছাত্রীদের মানববন্ধন * মধ্যনগরে শিক্ষক