রাণীশংকৈল পৌরসভার ময়লার স্থুপ পরিস্কার করলেন শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ময়লা আর্বজনার ভাগাড় পরিস্কার করলেন শিক্ষার্থীরা। সোমবার (২৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের নেতৃত্বে শিক্ষার্থীরা এ আর্বজনা পরিস্কারে কাজে নামে। শিক্ষার্থীদের সাথে বিডি ক্লিনের সদস্যরাও সহযোগিতা করেছে ময়লা আর্বজনা পরিস্কারের কাজে।
 দীর্ঘদিন ধরে রাণীশংকৈল পৌরশহরের প্রাণ কেন্দ্র বন্দর কুলিক নদীর ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কের দুই ধারে ময়লা আর্বজনা ফেলে স্তুপ করেছিল রাণীশংকৈল পৌরসভা কর্তৃপক্ষ। পৌরশহরের প্রবেশ করতেই পথচারীদের নাকে পৌছাত দূর্গন্ধ। সেখানে ময়লা আর্বজনা না ফেলানোর দাবী ছিল পৌরবাসীর। তবে পৌরবাসীর দাবী উপেক্ষা করে ওই স্থানে ময়লা আর্বজনা ফেলাতেই থাকে রাণীশংকৈল পৌরসভা কর্তৃপক্ষ। এ নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন আইনজীবি মেহেদী হাসান। সেই রিট পিটিশনের পেক্ষিতে হাইকোটের নির্দেশে ভুমি মন্ত্রণালয়। কুলিক নদী ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে পৌরসভার ময়লা আর্বজনার স্তুপ সরানোর নির্দেশ দেন জেলা প্রশাসককে। সেই ধারাবাহিকতায় ইউ্এনও শিক্ষার্থীদের নিয়ে মলয়া আর্বজনা অপসারনে নামেন। পরে এক্সভেটর মেশিন দিয়ে ময়লা অপসারণ করা হয়।এবং পৌর শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল মুক্ত করতে সবাইকে সর্তকীকরণ করা হয়েছে, না হলে পরবর্তীতে আইনের আওতায় এনে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রাণীশংকৈল পৌরসভার ময়লার স্থুপ পরিস্কার করলেন শিক্ষার্থীরা