শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বিএনপি নেতার হস্তক্ষেপে মহারশি নদীর বালু মহাল ফিরে পেলো ইজারাদার 

 ঝিনাইগাতী প্রতিনিধি:
বিএনপির সভাপতি শেরপুর ৩ (শ্রীবরদী – ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের হস্তক্ষেপে মহারশি নদীর বালু মহাল ফিরে পেলো বালু মহালের ইজারাদার আসাদুজ্জামান স্বপন ।
জানা যায়, তিনি চলতি বছর প্রায় দেড় কোটি টাকায় বালু মহালটি ইজারা লাভ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বছর মেয়াদে বালু মহাল টি ইজারা দেয়া হয়।
বালু মহালটি প্রশাসনের পক্ষ ইজারাদারকে বুঝিয়েও দেওয়া হয়। ইজারাদারের লোকজন বালু উত্তোলন করে আসছিল।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট iপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। ওই দিন বিকালে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামানের নেতৃত্বে কিছু সংখ্যক যুবদলের নেতা -কর্মি মহারশি নদীর হলদীগ্রাম বালু মহালে এসে বালু উত্তোলনে বাঁধা দেয়।  তারা বালু শ্রমিক ও বালু মহালের ইজারাদারের লোকজনকে হুমকি দিয়ে বলে যে নদী থেকে বালু উত্তোলন করা হলে বালু উত্তোলন যন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের হত্যার করা হবে।
এ ঘটনায় বালু শ্রমিক ও  ইজারাদারের লোকজন বালু উত্তোলন বন্ধ করে দেন। ফলে বালু মহালের সাথে জরিত ৫ শতাধিক বালু শ্রমিক বেকার হয়ে পড়ে। এ নিয়ে দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে ৫ দিন পর পুনরায় বালু উত্তোলন শুরু হয়। কিন্তু নানা অযুহাতে প্রতিদিনের বালু বিক্রির টাকা নিয়ে যেতো বিএনপি নেতা রুকুনুজ্জামান ও তার লোকজন। ২৩ আগষ্ট এ বিষয়ে ভোরের কাগজে মহারশির বালু মহালের টাকা যাচ্ছে বিএনপি নেতার পকেটে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন বিএনপির নেতা-কর্মীরা।
পরে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। বালু মহলটি ফিরে পান ইজারাদার আসাদুজ্জামান স্বপন। তিনি অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নেয়ার ও আশ্বাস দেন তিনি।
মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন অরাজকতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলা আছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ।
 জনগণের উদ্দেশ্যে তিনি বলেন কোন বিএনপির নেতা কর্মী কোথাও কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের বেঁধে রাখুন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী পদত্যাগের পর শেরপুরে আনাকাঙ্খিতভাবে কিছু অফিস আদালত, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নি সংযোগ করা হয়েছে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি সকলকে ধৈর্য ধরে অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বিএনপি নেতার হস্তক্ষেপে মহারশি নদীর বালু মহাল ফিরে পেলো ইজারাদার
সাম্প্রতিক সংবাদ