রাজস্থলীতে ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান নিখোঁজ 

রাঙামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি  আদোমং মারমা  নিখোঁজ, হন। রবিবার  সকাল ১২ টা  হতে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।প্রায় ১২ ঘন্টার পর  রবিবার রাত ১২ টায় এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজের পরিবার পক্ষে জানতে পারি ।
রবিবার সকাল ১০ টায় বাসা থেকে রাজস্থলীর উদ্যােশে  যাওয়ার জন্য বের হন। এরপর  তিনি আর এখনো বাড়ি  ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ের চন্দ্রঘোনা  থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম  কে বলেন, থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে।আমরা সব জায়গা খোঁজ খবর নেওয়া হচ্ছে। চন্দ্রঘোনা থানা ওসি জানান,পরবর্তীতে পরিবার পক্ষে মামলা হতে পারে বলে জানা যায় । ২৪ ঘন্টা পার হওয়ার পর ও চেয়ারম্যান হৃদিস পাওয়া যায় নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইউপি চেয়ারম্যান নিখোঁজ * রাজস্থলীতে ৩নং বাঙ্গালহালিয়া
সর্বশেষ সংবাদ