প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম) বিভাগের চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবিতে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে রবিবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে আসা তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীরা জরো হয়ে ফল প্রকাশের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় এবং মানববন্ধন পালন করে। এসময় তারা বলেন, তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা ৪০ হাজার ১৯৯ জন। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করা জরুরী। অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। অনেকে বেকার অবস্থায় পরিবারের বোঝা হয়ে আছে। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করে নতুন আরেকটি নিয়োগ বিঞ্জপ্তি দেওয়া উচিত।
পরে দুপুরের দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন। সেই আশ্বাস মেনে নিয়ে বিকাল ৪ টায় কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
এর আগে গত ১০ আগস্ট একই দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশিদের অপর একটি অংশ। সে সময়ও তাদের একই আশ্বাস দেওয়া হয়েছিল।
আন্দোলনকারীর মধ্যে কয়েকজন সাংবাদিক তানভীর তুহিন কে জানান, দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ না করা হলে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।