সিংবাহুড়া আশ্রয় কেন্দ্রে নগদ অর্থ বিতরণ করেন ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন
বন্যাদুর্গত এলাকায় দুস্তদের মাঝে ত্রাণ সমগ্রী নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ার পার্সোনের উপদেষ্টা ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ও খিলপাড়া ইউনিয়নের ২৬ আগস্ট (সোমবার) সকাল থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয় কেন্দ্রের খোঁজ খবর নেন এবং পতিটি কেন্দ্রের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন, প্রয়োজনে তিনি বিভিন্ন সহযোগিতা প্রদান করবেন বলে আশ্রয় কেন্দ্রে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাজাহান রানা, চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, বিএনপির নেতা ইমাম হোসেন টিপু, যুবদল নেতা সাইফুল আযম জগলু, সাবেক জেলা ছাত্র নেতা জহীরুল ইসলাম জহীর, যুবদল নেতা (ঢাকা উত্তর) মহীন উদ্দিন সুমন, জাকির হোসেন মজিদ, জেলা ছাত্রদল নেতা জাহিদ হোসেন প্রমূখ।
বার্তা প্রেরক