নীলফামারীতে হিন্দুধার্মলম্বীদের জন্মাষ্টমী উৎসব পালন।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজনে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট/২৪) দুপুরে জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে এর সভাপতিত্ব করেন আনন্দময়ী কালী মাতা মন্দিরে সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক-আল-মাসুদ,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর পিপিএমসহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা, গীতাপাঠ, পুজার্চনাসহ ধর্মীয় রীতিনীতি পালন করা হয়।

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালী মাতা মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ