র্যাবের অভিযানে ৬৩ বোতল ফেনসিডিল জব্দ গ্রেপ্তার-১
জয়পুরহাট প্রতিনিধি:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ৬৩টি বোতল ফেনসিডিলসহ মোঃ আব্দুল করিম(২৮)নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট৷ গ্রেপ্তারকৃত মাদক কারবারি নওগাঁ জেলার পত্নিলা থানাধাীন দাসনগর গ্রামের তজিমুদ্দিনের ছেলে।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮ দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ফেন্সিডিসহ তাকে গ্রেপ্তার করা হয়৷ তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী আলামিন এর মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এসময় তার হেফাজতে থাকা একটি মোটরসাইকেল ব্যাগ থেকে ৬৩ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব। সোমবার ২৬ আগস্ট) সকাল ১১ টায় র্যবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায় আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা রুজু করা হয়েছে৷