ভূরুঙ্গামারীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রার্থনা ও মঙ্গল-শোভা যাত্রা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রার্থনা ও মঙ্গল-শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড থেকে উপলক্ষ্যে প্রার্থনা ও মঙ্গল-শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সকল নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।