বন্যা দুর্গতদের সহযোগিতায় সিটি ক্লাব সদস্যদের ১ মাসের মাসিক চাদা প্রদান
ঝালকাঠি প্রতিনিধি:
বন্যা দুর্গত এলাকা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রামসহ আশেপাশের এলাকা সমূহের অসহায় বন্যায় প্লাবিত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে সহায়তায় ঝালকাঠির ঐতিহ্যেবাহী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের সদস্যদের ১ মাসের মাসিক চাদা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধায় জাগ্রত ঝালকাঠির সদস্যদের হাতে চেক তুলে দিয়েছেন সিটি ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জাগ্রত ঝালকাঠির সালেক আজাদ সোহাগ,রিয়াদ মাহামুদ, সিটি ক্লাবের উপদেষ্টা গৌতম সরকার বাবু, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হক বাপ্পি, আব্দুলা আল তুহিন, রিয়াদ আকন, এস.এম. মাসুদ পারভেজ, মেহেদি হাসান শুভ সহ অন্যান্যরা।