হত্যা মামলায় গ্রেপ্তার প্রভাবশালী আ.লীগ নেতা আলী হোসেন, মোট গ্রেপ্তার ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্রদলকর্মী সুমন নিহত হওয়ার ঘটনায় তার বাবা গঞ্জের আলীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন মামলার এজাজারভুক্ত আসামি সদরের রতনকান্দি ইউনিয়ন আ.লীগের প্রভাবশালী নেতা আলী হোসেন। তিনি এলাকার প্রভাবশালী একজন ব্যাক্তি ছিলেন বলে জানিয়েছেন ওই এলাকার একাধিক ব্যাক্তি।
গ্রেপ্তার আলী হোসেন ইউনিয়নের একডালা গ্রামের মৃত. আজাহার আলীর ছেলে বলে মামলা সূত্রে জানা গেছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানান এলাকাবাসী।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরেরদিন সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মামলার (মামলা নং ১৮) এজাহারভুক্ত আসামি ছিলেন আলী হোসেন। গত শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পরেরদিন সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে আলী হোসেনের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি এসেছে দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যাক্তি বলেন, আলী হোসেন পেশায় একটি কলেজের সহকারী লাইব্রেরিয়ান হলেও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হওয়ায় মূল ঠিকাদারের কাছ থেকে কাজ কিনে নিয়ে নিজেই ঠিকাদারি করতেন। এছাড়াও তখন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যেত। পাশাপাশি তিনি তার এলাকায় রাজত্ব করতেন বলেও অভিযোগ তোলেন কেও কেও।
এদিকে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক দুই এমপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ ৪৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের স্বজনরা বাদী হয়ে সদর থানায় এই হত্যা মামলাগুলো দায়ের করেন। এসব মামলায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ৮ জন।
এব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এই তিনটি হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় প্রতিদিনই আসামি গ্রেপ্তার হচ্ছে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গ্রেপ্তার প্রভাবশালী আ.লীগ নেতা আলী হোসেন