শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল, মানুষের ঢল
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী মোটরসাইকেল, ট্রাক, মাইক্রবাস যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক শত মোটরসাইকেল, ট্রাক ও মাক্রবাস নিয়ে হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদরের শান্তিগঞ্জস্থ ব্যারিস্টার আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ের সামন থেকে মোটসাইকেল, ট্রাক, মাক্রবাস যোগে মিছিলটি বের হয়ে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মঈনবেগ, পাগলা জগন্নাথপুর সড়কের হয়ে কলকলিয়া ঘুরে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়ক হয়ে দিরাই মদনপুর সড়কের পাথারিয়া বাজার প্রদক্ষিণ করে শান্তিগঞ্জে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সুনামগঞ্জ-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা কামাল পারভেজ স্বাজন, ফারুক মিয়া, মাফিকুল ইসলাম, মহির উদ্দিন, আফতাব আলী, আব্দুল ওয়াকিব, জমিল হক, আব্দুল কাইয়ূম, আবুল খয়ের, সায়েল আহমদ, মাস্টার মোফাজ্জল হোসেন, সেলিম আহমদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা মোফাসসির আহমেদ রিয়াদ, তারেক আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোর্শেদ আহমদ হৃদয়,ছাত্রদল নেতা তপু ইসলাম ইমন, রেজুয়ান, রিয়াদ আহমদ, জাহেদ, তাকিন, জিসান, মিনহাজুল আলম, শাহিনুর আলম সহ প্রমূখ।
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সৈরাচারী খুনি হাসিনার পতনে এলাকার মানুষ আজ আনন্দিত। আমরা সকলে হিন্দু মুসলিম, খৃষ্টান সহ সকল ধর্মের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তাই আজ সকল ধর্মের মানুষের অংশ গ্রহণে শান্তিগঞ্জ উপজেলায় শান্তি ও সম্প্রীতির মিছিল করেছি। এই মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। আগামীর দেশ নায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন। আমি আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চাইবো। ইনশাআল্লাহ আমিই মনোনয়ন পাবো। আমার একটাই উদ্দেশ্য, আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে কাজ করতে চাই।##