গৌরনদীতে বাস ও মাহিন্দ্র সংঘর্ষে নিহত ২
বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা নামক স্হানে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
২৫/৮/২০২৪ ইং রবিবার দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা যমুনা লাইন নামের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বাহী মাহিন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্হলেই এক মহিলা সহ একটি শিশুর মৃত্যু হয়। এবং পাঁচ যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং বাসের চালক সুজন সহ বাসটি আটক করা হয়েছে বলে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।