বন্যার্তদের জন্য ১ কোটি টাকা দিচ্ছে ‘নবীন বাংলাদেশ’
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে বন্যার পানিতে আটকে পড়ে আছেন ৪৫ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও। তবে এবার সাধারণ ব্যাবসায়ীদের মধ্যে বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছে নবীন বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম এর মধ্যেই এবারের ঘোষণা বন্যার্তদের জন্য ১ কোটি টাকার বাজেট এছাড়াও শুক্রবার শনিবার ও রবিবার নবীন বাংলাদেশ ও নবীন ফ্যাশন এর বিক্রির সমস্ত টাকাও প্রদান করবেন বলে ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে শনিবার (২৪ আগস্ট) নবীন বাংলাদেশ ও নবীন ফ্যাশনের সকল কর্মকতা, কর্মচারীগন তাদের একদিনের বেতন বর্ন্যাতদের সহায়তার জন্য দান করেছে বলে জানা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নবীন বাংলাদেশ এর পক্ষ থেকে বর্ন্যাতদের সহযোগিতা ও উদ্ধারের জন্য ৪৫ জন সদস্যের ৩টি টিম পাঠানো হয়েছিলো।
তবে এখানেই থামছেনা নবীন বাংলাদেশ, পানি কমে গেলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ব্যবস্থায় নবীন বাংলাদেশ কাজ করবে বলে জানিয়েছেন কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক এনামুল হাসান।