সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মধ্যে বিজিবি’র নগদ অর্থ সহায়তা প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আসিফ হাসান এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত মো. আমান উল্লাহvও জিল্লুর রহমান নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক।
রবিবার(২৫ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক।এসময় তিনি তাদের জন্য বিভিন্ন ধরনের ফল নিয়ে যান, আহতদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের কাছে নগদ অর্থও সহায়তা করেন।
এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অধিনায়ক, সাতক্ষীলা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি কে ধন্যবাদ জানান। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
সহায়তা প্রদানকালে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি,সদস্য সচিব মো. আবদুল আলিমসহ স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।