উজিরপুরে মাছের ঘের নিয়া কলহে দুই জন খুন
বরিশাল প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে মাছের ঘের নিয়া দ্বন্দ্বে ইদ্রিস হাওলাদার (৪০) ও সাগর হাওলাদার (২৭) নামের দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৪/৮/২০২৪ ইং শনিবার দিবাগত রাত ১১ টার দিকে উজিরপুরের সাতলা বড় ব্রীজের কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের গতি রোধ করে হামলা চালায়।
জানা যায়, ইদ্রিস হাওলাদার সাতলা বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাত ১১ টার সময় চাচাত ভাই সাগর হাওলাদারকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সাতলা বড় ব্রীজের কাছে দূর্বৃত্তরা তাদের থামিয়ে হামলা চালায়। এসময় তাদের ডাক চিৎকারে স্হানীয়রা এগিয়ে এসে উদ্ধারকরে দ্রুত ইদ্রিস এবং সাগরকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ২ টার দিকে ইদ্রিস ও পরে সাগর মারা যায়।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাফর আহমেদ জানান, মাছের ঘের নিয়া দ্বন্দ্বে এই হত্যা কান্ড হতে পারে। থানায় মামলার প্রস্তুুতি চলছে এবং আসামি গ্রেফতারে জোর চেষ্টা চলবে।