ভারতে পালাতে যেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে।
শনিবার বিকেল থেকেই ফেসবুকে শোক জানিয়ে পান্নার বন্ধু-বান্ধব, রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন।
রাজনৈতিক সূত্র থেকে জানা গেছে: ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সেসময় তার এক রাজনৈতিক সহকর্মী পাশে ছিলেন। তবে কবে কখন কিভাবে তারা শিলং পৌঁছালেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন।