নদীতে অজ্ঞাত যুবকের লাশ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সাফাইস্রী বল্দা ঘাটের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২০ বছর হবে।
লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তার এখনও কোনো পরিচয় পায়নি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও দেখা যায়নি।
এলাকাবাসী জানায়,শনিবার বিকেল ৪টার দিকে নদীর পাশ দিয়ে যাওয়ার সময় লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানার উপপুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
থানার ওসি মো.আবুবকর মিয়া জানান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলমান। মরদেহটি তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।