গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মাদারীপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর নামে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মাদারীপুরের ডাসার ও কালকিনিতে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার(২৪ আগষ্ট) দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের নেতৃত্বে ডাসার ভাঙ্গাব্রিজ এলাকায় বিপুল পরিমান নেতাকর্মীদের নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা বের করে।
পরে কালকিনি থানা মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারি, সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাবেক আহবায়ক শহিদুজ্জামান তোতা, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির নেতা শহীদ খান, সাবেক যুবদল নেতা মাসুদ রানা দুলাল, বিএনপি নেতা রুকুজ্জামান রতন, জেলা যুবদল নেতা কামাল হোসেন, রাজৈর পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ জাকির হোসেন, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, উপজেলা যুবদল নেতা শাহিন মৃধা।