কালাইয়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
কালাই উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং বাঁধের পরিবর্তে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে অংশ নেন ছাত্র, শিক্ষক এবং সাধারণ জনগণ। মিছিলকারীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাসত্বমূলক সব চুক্তি বাতিলের দাবিও জানান। একই সঙ্গে বন্যার্তদের সহযোগিতার আহ্বান এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তারা।
শনিবার বিকেল ৫টায় মিছিলটি কালাই পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে নারে’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারতভক্তি’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে’, এবং ‘ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান’।
সমাবেশে সভাপতিত্ব করেন কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। তিনি বলেন, “ভারত গ্রীষ্মকালে পানি বন্ধ করে খরার সৃষ্টি করে এবং বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে প্লাবিত করে। এমন দেশ কখনো আমাদের বন্ধু হতে পারে না। এখনই সময় এসেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমাদের এই কুলাঙ্গার বন্ধুর প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই, বন্যার্তদের সহযোগিতার পাশাপাশি সবাইকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।”