সাতক্ষীরা শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ 

 
সাতক্ষীরা প্রতিনিধি:  
সাতক্ষীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানের সামনে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের আয়োজনে শনিবার(২৪ আগষ্ট) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে এই কার্যক্রম চলে পুরো শহরে।
শিক্ষার্থীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে শহরের প্রতিটি দোকানে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেন। এ সময় দোকানিরা প্লাস্টিকের ডাস্টবিন গ্রহণ করে বিপরীতে খুশি হয়ে শুভেচ্ছা প্রদান করেছেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীরাও ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক নির্দেশনা দেন।
ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মাহফুজ আহমেদ বলেন, সাতক্ষীরা মানুষ কে সচেতন করা এবং মানুষকে সচেতনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহবান জানান। আমরা আমাদের শহরটাকে ক্লিন এবং গ্রিন সাতক্ষীরা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন দোকানে সামনে এই ডাস্টবিন বক্স স্থাপন করছি। মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা অভ্যাস এবং আমাদের চারি পাশে পরিবেশ কে সুন্দর করে গড়ে তুলতে সকলে কাছে অনুরোধ করবো। নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসুন সুন্দর সাতক্ষীরা গড়ে তোলার জন্য কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের এডমিন মাসুম বিল্লাহ,  ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মাহফুজ আহমেদ,  সিনথিয়া রহমান সাধারণ শিক্ষার্থী সাহেদ হোসেন, মেহেদী হোসেন, শানিনুর রহমান, সাথী আহমেদ,সাদিয়া আফরিন অহনা সহ আরো অনেকে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ
সর্বশেষ সংবাদ