শিবচর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের পক্ষ থেকে র্যালী ও সভা
মাদারীপুর:
মাদারীপুরের শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ র্যালী করেছেন। আজ শনিবার সকালে পৌরসভার কেরানীবাট এলাকায় থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতৃবৃন্দ। পরে কেরানীবাট তিন রাস্তা মোড়ে একটি সভার আয়োজন করে বিএনপি।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদত হোসেন খান, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন গোমস্তা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), বিএনপি নেতা মোঃ সবুর গোমস্তা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জামাল শিকদার, জামাল বেপারীসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, শিবচরের বিএনপির পক্ষ থেকে কামাল জামান নুরউদ্দিন মোল্লার হাতকে শক্তিশালী করতে স্বৈরাচার আ”লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে ছাত্র-জনতার আন্দোলনের বিজয় হয়েছে। এ বিজয়ে গণমানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকারের বিজয়। ছাত্রজনতাদের বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করি। শিবচর উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।