পুলিশের গুলিতে নিহত মিজানের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সেতু
উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের পূর্ব কেশবকাঠি গ্রামের মোঃ মিজানুর রহমানের কবর জিয়ারত করতে আসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, এ সময় তার সফর সঙ্গী ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক ও মোঃ শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাওন শিকদার,উপজেলা যুবদল নেতা কাজী মাহবুব আলম, মোঃ মহসিন, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃমাহাবুবু রহমান গোমস্তা ও সদস্য সচিব কাইয়ুম খান এর নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর নিয়ে ২৪ আগস্ট শনিবার বিকেল তিনটায় মরহুমের বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এর পূর্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জয়শ্রী সাজু ফিলিং স্টেশনে হাজার হাজার নেতাকর্মী উষ্ণ অভ্যর্থনা জানান। পরে কয়েক শত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রথমে শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের প্রয়াত বিএনপি নেতা হাফিজুর রহমান পলাশের কবর জিয়ারত করেন। পলাশের কবর জিয়ারতের শেষে তিনি উপজেলা বরাকোঠা ইউনিয়নের পূর্ব কেশবকাঠি গ্রামের পুলিশের গুলিতে নিহত মিজানুর রহমানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত পরিবারের খোঁজখবর নেন ও মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।