শেরপুরে বিদ্যুতের তার ছিড়ে বসতবাড়িতে আগুন

 শেরপুর:
শেরপুরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট রাত সাড়ে ১১ টা দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি ও দুটি গরু।
স্থানীয় সুত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের মৃত কালু শেখের ছেলে মমিন পরিবারসহ বাড়িতে বসবাস করতেন। রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে বসতবাড়ি পড়ে আগুন লেগে যায়। এতে পুড়ে ছাই হয়ে গেছে দুটি গরু ও বসতবাড়ি। মমিন মিয়া জানান, আমার বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে আগুন লেগে ঘর-বাড়ী গরু সব ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় আশিকুর রহমান আশিক বলেন, রাত সাড়ে ১১ টা দিকে আগুন লেগেছে শুনি। সাথে সাথে আমরা দৌড় দিয়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে তাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শেরপুরে বিদ্যুতের তার ছিড়ে বসতবাড়িতে আগুন
সর্বশেষ সংবাদ