শিরোনাম
ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «    ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক   » «    কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «   

নীলফামারীতে মামলাবাজ রুবেলকে গ্রেপ্তারের দাবীতে মার্চ কর্মসূচী

স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে আওয়ামী লীগ নেতা রুবেলের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে গ্রেপ্তারের দাবীতে জেলা জজ আদালতের উদ্দ্যেশে মার্চ কর্মসূচি করেছে ভূক্তভোগীর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সদর উপজেলার চড়াইখোলা শিপাইপাড়া থেকে আদালতের উদ্দেশ্যে এসে আদালতের সামনে মার্চ কর্মসূচি করেন স্থানীয়রা। এসময় স্থানীয় হামিদুল ইসলাম, রুজিনা বেগম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এসময় তারা জানান, ‘রুবেল একজন মামলাবাজ ব্যক্তি। সে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করতে কথায় কথায় মামলা করেন। কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করা তার ব্যবসা। তার অত্যাচারে অতিষ্ঠ মানুষ। সেখানে  সাদিকুল সহ চারজনের জামিন ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই মামলাবাজ রুবেল কে গ্রেপ্তারের দাবীতে অবস্থান কর্মসূচী করেন ভুক্তভোগী স্থানীয়রা। মামলাবাজ রুবেল একই এলাকার মৃত মনছের আলীর ছেলে।’
পরে সেখানে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী আবু মোঃ সোয়েম, আইনজীবী আল মাসুদ চৌধুরী ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে ওই এলাকার স্থানীয়রা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নীলফামারীতে মামলাবাজ রুবেল
সাম্প্রতিক সংবাদ