বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সমগ্রী বিতরণ করলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন 

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সমগ্রী বিতরণ করলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 চাটখিল উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গতের মাঝে শুক্রবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন,  বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর  সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যুগ্ন মহাসচিব ও নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি উপজেলার শাহাপুর ইউনিয়ন, রামনার‍য়নপুর ইউনিয়ন, পরকোট ইউনিয়ন ও চাটখিল পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রান সামগ্রী বিতরণ করেন। এ সময় চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: শাজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, পৌরসভা বিএনপির  সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সহ  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নোয়াখালী * বন্যাদুর্গত * বাংলাদেশ