জবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হলেন শাহরিয়ার 

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাম্প্রতিক দেশকাল এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেখ শাহরিয়ার হোসেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আহনাফ তাহমিদ ফাইয়াজ সাধারণ সম্পাদক এবং শেখ শাহরিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন।
এর আগে সংগঠনটির তৎকালীন সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী একাধিক অভিযোগ উঠে। এরপর গত ৬ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় এর দায় মেনে নিয়ে তৎকালীন সাধারণ সম্পদকের প্রতি সভায় উপস্থিত ৬ জন কার্যনির্বাহী সদস্য অনাস্থা প্রদান করেন। বাকি দুইজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত না থাকলেও তারা অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকায় পরবর্তীতে এসে অনাস্থা কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
কার্যনির্বাহী পরিষদ অনাস্থা প্রদান করলে মেহেরাবুল ইসলাম সৌদিপ পদত্যাগের আবেদন করেন। পরবর্তীতে ২২ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে মেহেরাবুল ইসলাম সৌদিপকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সাধারণ সম্পাদকের শুন্য পদে সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং কার্যনির্বাহী সদস্য-১ শেখ শাহরিয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হলেন শাহরিয়ার