কালাইয়ে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালাই উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে সেচ্ছাসেবক দলের কালাই উপজেলা ও পৌর শাখা।
মঙ্গলবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। শেষে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এস এম কামরুজ্জামান তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ লিটন।
এছাড়া আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলান, জেলা যুবদলের সদস্য রাসেল তালুকদার, সদস্য এনায়েত মওলা সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল, সদস্য সচিব আইনাল হোসেন প্রমুখ।