গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রদিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানবন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত
রাঙ্গামাটি :
সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও মুখে কালো মাস্ক পড়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস গণমাধ্যমের সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুর ১২ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি ফজলে এলাহী, সাংবাদিক সমিতি সভাপতি জিয়াউল হক, সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, সাংবাদিক মঈনুদ্দিন বাপ্পি, সাংবাদিক নির্মল বড়ুয়া প্রমুখ।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমরা চাই গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন বন্ধ হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন ।