গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

 
রাজবাড়ী প্রতিনিধি:
“হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই” এই স্লোগানে রাজবাড়ীত মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি আর টিভির জেলা প্রতিনিধি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, একুশে টেলিভিশন ও কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, সময় টিভির আশিকুর রহমান, ডিবিসি টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ এর কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান। সেই সাথে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গণমাধ্যম কর্মী * প্রতিষ্ঠানের উপর হামলা * রাজবাড়ীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ