কোটা আন্দোলনে পুলিশের গুলিতে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ দুপুর ২:১৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।

ইকরামুল হক সাজিদ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলেন। জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে মিরপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলি লাগায় তাকে মিরপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কোটা আন্দোলনে পুলিশের গুলি * জবি শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ সংবাদ