শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

রাঙামাটি রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

 স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি:
রাঙামাটির জেলা রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী ( জীপগাড়ী) খাদে পড়ে ২জন নিহত হয়। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকার সময়  থুম পাড়া জুরাছড়ি উপজেলার পান কাটা ছড়া যাওয়ার পথে  একটি চাঁদের গাড়ী  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত চিনিমং মারমা  (২০)  রাঙ্গামাটি জেলার  রাজস্থলী  উপজেলার বালুমুড়া  গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। মনু চাকমা নামক আরেক ব্যক্তি নিহত হয় । এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কালাকেতু (৫০) বর্ম চাকমা(২০) বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কেচিনো মারমা (৩৮) সুরেশ চাকমা (২৫) তারা সকলে জুরাছড়ি এলাকার  একই গ্রামের  বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের  গাড়িটি  বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের  উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক   এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের  মৃত্যু হয়।অন্য সাতজন কে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ জানান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ গণমাধ্যম কে  জানান, মঙ্গলবার রাত ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২জনকে মৃত পাওয়া যায়। অপর ৬জনের  মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য দ্রূত ট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রাঙামাটি রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত * সড়কে দুর্ঘটনায় নিহত
সাম্প্রতিক সংবাদ