কবে নাগাদ চালু হচ্ছে মেট্রোরেল?

জবি প্রতিনিধি:

ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে, মেট্রোরেলের নিরাপত্তা এবং অন্যান্য প্রক্রিয়া পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, যাত্রী নিয়ে মেট্রোরেল চালাতে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে মেট্রোরেলের পথ হেঁটে পরীক্ষা করা হয়েছে এবং আগামীকাল সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্তভাবে পরীক্ষা করা হবে।

সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দ্রুত মেট্রোরেল চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে সাম্প্রতিক আন্দোলনে ক্ষতি হওয়ায় আপাতত সেখানে মেট্রোরেল থামবে না। অন্য ১৪টি স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবেন।

গত ১৮ জুলাই আন্দোলনের কারণে মিরপুর-১০ এলাকায় পুলিশের বক্সে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের পর মেট্রোরেল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেলের পুনঃচালুর প্রস্তুতি নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কবে নাগাদ চালু হচ্ছে মেট্রোরেল
সর্বশেষ সংবাদ