বরিশাল ক্লাবের লুট হওয়া মালামাল উদ্ধার

বরিশাল  প্রতিনিধি:
গত ৫ আগষ্ট  ছাত্র জনতার আন্দলনে শেখ  হাসিনা সরকারের পদ ত্যাগের দিন বরিশাল ক্লাবের লুট হওয়া মালামাল উদ্ধার করেছে বিএনপির নেতারা।
১২/৮/২০২৪ ইং সোমবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় এই উদ্ধারকরার মালামাল জমা দেন।
বরিশাল সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মশিউর রহমান ( মিঠুর)  নেতৃত্বে কালু খান সড়ক  ও সিকদার পাড়া থেকে ওই সব লুটের মালামাল উদ্ধার করে।  উদ্ধারকৃত মালামালের মধ্যে চেয়ার, পানির জগ,জাজিম, ও পর্দা  রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশাল ক্লাবের লুট হওয়া মালামাল উদ্ধার
সর্বশেষ সংবাদ