এক সপ্তাহ পর রেশমবাগান চেক পোস্টে ফিরল ট্রাফিক পুলিশ
কাপ্তাই প্রতিনিধি:
এক সপ্তাহ পর রেশমবাগান চেক পোস্টে ফিরল ট্রাফিক পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন-সহিংসতার জেরে এক সপ্তাহের মতো রাঙ্গামাটি কাপ্তাইয়ের রেশমবাগান চেক পোস্টে ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে এ কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) কাপ্তাই সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সকাল থেকে কাপ্তাই সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে এক সঙ্গে কাজ করছেন।
গত কয়েকদিন ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা তাদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
সাম্প্রতিক শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর কিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।